আসুক নেমে সন্ধ‌্যা;
সন্ধ্যা এলে প্রদীপ জ্বালে
গ্রামের নিপুণ কন্যা;
অন্তরে তার কোমল পাখি
নামায় কথার বন্যা;


অন্তরই তার পরম সখা
যেখানে ঝরে কান্না,
সমাজ বলে বারণ কারণ
নীরব-ই হয় সুকন্যা;


কেন যে নামে সন্ধ্যা;
সন্ধ্যা উদাস স্বপ্ন বাতাস
মন্দ করবে কন্যা !
করতে দাও ঐ সুকন্যারে,
রাতের আহার রান্না;
সমাজ বিধান তার শিথানে
সুখের বেশী কান্না;
রাত্রি এলে নেভায় প্রদীপ,
গ্রামের নিপুণ কন্যা;


আস্তে স্বরে আবার ডাকে,
কোমল পাখি শোন্ না..... ।


(১৪.০৩.২০২২)