আমার অন্তর-আত্মা থেকে হারিয়ে গেছে বিদ্যুত !
হারিয়ে গেছে আলো, ঈশ্বরপ্রাপ্ত নূরানী ;
হারিয়ে গেছে সুযোগ্য সময়,
যে তেজস্বী ঘোড়া আমি রুখে দিতে পারিনি।

তার জন্য সর্বদোষে দোষী, হয়তোবা আমি
অথবা অদৃশ্য কোনো লিখন ;
ভাগ্য যেন ছিলো সবচেয়ে বড় দুশমন......
আমি জীবন থেকে চুষে নিতে পারিনি দ্রাক্ষারস,
অতিমুল্য এ জীবন নষ্ট হলো কোন পাপে, বুঝতে পারিনি।

কি লাভ হলো, কার লাভ হলো
বেঁচে ছিলাম কি কারণে !
দিশা পেলাম না আজও
কোন পর্বতে লুকিয়ে ছিলো আমার নবুওত।

আমি কী হতে চাই,
কোনোকালে কোনো সুধীজন আমার কাছে রাখেনি এ প্রশ্ন,
হয়তো খুঁজে পেতাম তাহলে নিগূঢ় সন্ধান, মুক্তি হতো আজ ;

আমি কী হতে চেয়েছি, তাও এখন আর স্মরণে নেই;
মাঝে মাঝে ক্ষণ-স্ফুরণের মতো স্বপ্ন-সাধ জেগেছে জানি,
এলোমেলো সেসব অভিলাষ
                   মজবুত খুঁটির মতো গাঁথেনি ইচ্ছের জমিনে;

বাঁজা গাছের মতো আমি, আনতে পারিনি
একটিও রসাসিক্ত ফলনকাল ।

(০৬.০১.২০১৮)