এইমাত্র এক কিশোর তার পূর্বসূরীদের মতন আরো একবার
আমাদের শহরের একটি দেয়ালে এঁকে রেখে গেলো একটি হৃদয় ।
পৃথিবীতে প্রচলিত সেই হৃদয়-চিহ্নের মতো সে কিশোর
তার আঁকা হৃদয়টিকে তীরবিদ্ধ করেনি । হয়তো
রক্তক্ষরণের দিন সে এখনো বোঝে না অথবা জানে না
নীরব আর্তনাদের সেই দিনগুলি একদিন আসবে তার কাছে ।


আমরা কখনো শহরের দেয়ালে
পার্কের বৃক্ষে এরকম হৃদয় আঁকিনি, তীর দিয়ে বিদ্ধ করিনি ।
হয়তো আমরা নিজেদের খুব অভিজাত ভেবেছি ।
অথচ আমাদের আভিজাত্যের
এই সুচারু শিল্পকলা চর্চার মাঝে একদিন
দুজনেই ফুলদানির মতো ছুঁড়ে ভেঙে ফেললাম আমাদের হৃদয় ।


(৩১.০৫.২০২২)