কাব্যিকতার কুহকে,
স্বাধীন জীবনের প্রমোদ আহরণে,
এই ঘর সংসার পারিবারিক জীবন
দুই পা দিয়ে নির্মম মাড়িয়ে,
চলে যাবে ঘর ছেড়ে চূড়ান্ত ঐ মোহে
মুক্ত জীবনের স্বার্থপর আনন্দ ভোগে;
গাইবে বিবাগী দর্শনে রমণে কত গান !
হয়ে উঠবে
দারুন জিপসি দুর্দান্ত বোহেমিয়ান ।


তারপর একদিন ক্লান্ত হবে.....
ত্বকে পড়বে নিঃসঙ্গতার কুঞ্চন,
পরনির্ভরতার জাগবে শনি
ভীত হয়ে খুঁজবে আপনজন ;
আর রক্তের সর্ম্পকে যে নিঃস্বার্থ
স্নেহময় স্বর;
কেউ দেবে না ঠাঁই, যাযাবর তোমাকে;
সবার কাছে বোঝা হবে
হয়ে পড়বে বিরক্তি,
আপন করেছিলে যত পর ;


সেদিন তোমার মতো বেঈমানকে
ফিরিয়ে নেবে ক্ষমা করে
একমাত্র তোমার পরিবার
আর তোমার ঐ জন্মের ঘর।


(০৫.১২.২০২২)