জীবনের আঙিনায় "খুব" অধিবাসী
জীবনের নীল জলে ডুবি আর ভাসি
ঘোড়াগুলো বিভেদের ছুটে রাশি রাশি
নানা রকম ঈশ্বর নানা দাস-দাসী ।


মহা এই জীবনের এই হলো হাল
হাঁটে বড় ধীরে ধীরে ধ্যানী মহাকাল
এসে শুধু পিঠে তুলি জীবনের মাল
সামান্য সময়েও কাটে কত তাল ।


জীবনের আঙিনায় "খুব" অধিবাসী
আমি সুখী তুমি দুখী বহু দোষে দোষী
মাঝে মাঝে চুমো খেয়ে খুব করে হাসি
মাঝে মাঝে গালে তার রাম-চড় কষি ।


চোখে বড় জ্বালা দেয় জীবনের ধুপ,
ঘেটে ঘেটে একঘেয়ে জীবনের রূপ
একঝাঁক চলে যাই একঝাঁক আসি
জীবনের আঙিনায় "খুব" অধিবাসী ।


(১৯.০২.২০২২)