আমি যদি বলি ভালোবাসি,
তাহলে কী নিভে যাবে তােমার বাড়ীর পাশে জোনাকির ঘর ?
পাখিরা কী তোমাকে চিনবে না ভাববে তুমি হয়েছো ভীষণ পর !
ঐ দূর পাহাড়ের বারান্দায় তোমার কাছে কি আসবে না অঝোর বৃষ্টি ?
তোমার নির্জন জানালায় বলবে কি বন্ধু বাতাস ঈর্ষায় হঠাৎ এ কি অনাসৃষ্টি ?
আমি যদি বলি ভালোবাসি,
তাহলে কি ভেঙে পড়বে একে একে তোমার অভ্যস্ত এ পৃথিবী ?  
পৃথিবীর সবচেয়ে প্রাচীন মধুর এ বাক্যটি
                           তোমার কাছে অভিশাপের মতো শোনাবে কি ?
তোমার বন্ধু সাম্রাজ্যে কি লেগে যাবে দারুন অনন্ত বিরোধ ?
তোমার মোহন প্রেমে অনুগত ভক্তরা কি ডাক দেবে অবরোধ! অবরোধ ?


আমি ভালোবাসি যদি এ কথা না বলি,
তবে কত যে প্রলাপ পাখা মেলে দেবে আকাশের দিকে,
আকাশ তখন বলবে, ঐ নীল পাহাড়ের কবি মেয়েটি যদি
আমাকে এত ভালোবাসে, তবে কোন বাধার প্রপাতে তোমার হৃদয় ভাসে ?
কেনো চাইছো না এক দুঃখের সম্রাট
                           একবার হাসুক তার অসীম সুখের সম্রাজ্ঞীর পাশে ?
আমার দুঃখের এ দখিনা পথ ধরে কেনো যে তুমি আজো আসো না ?
ভেঙে দিয়ে তোমার একাকীত্বের সকল সুখের ভেতর লুকিয়ে থাকা
নীল রত্নের মতন গহীন বেদনা।


(১০.০৬.২০২২)