"জুলিয়েটনামা ২৮"


জুলিয়েট আর কথা বলে না আমার সাথে;
মহাদিগন্তের আবছায়া নীরব রজনীর মতো নিশ্চুপ সে;
যখনই তাকাই, সে বসে আছে ম্লান মুখে;
যেনো বলছে, "দেখো কত দুঃখ বেদনা তুমি দিলে আমাকে!"
বসে আছে যেনো জগতের সকল বিষাদ নিয়ে কালো মেয়েটি,
অপূর্ব এক মৌন মৃন্ময়ী;

তবুও অর্থহীন অহংকার আমাকে বাধা দেয় নতজানু হতে!
জুলিয়েট বসে থাকে ম্লান মুখে, আর আমি,_ ঘুরে বেড়াই কপট সুখে।

(২৮.০৭.১৯৯৮)

----------------------------------------------------------------

"জুলিয়েটনামা ২৯"


জুলিয়েট, জুলাই মাসটি কি তোমার প্রিয়?
কেমন একটা ছন্দ তৈরী হয় যেন,
জুলিয়েট এন্ড দা মান্থ অফ জুলাই!
জানা হবে না, কারণ তুমি এখন নীরব থাকো
নির্জন দুপুরের তরঙ্গহীন পুকুরের মতো;
জুলাই মাসটি শেষ হবে, তার সাথে প্রশ্নটির প্রাসঙ্গিকতা;
শুধু তারপরে ছোট একটি দুঃখের সৃষ্টি হবে,
আমার হৃদয়ের রক্ত ক্ষরিত কোনো প্রকোষ্ঠে;
জুলাই মাসে বলা হলো না তোমাকে,
আমাদের প্রেমের একটি মনোজ্ঞ মৌলিক সংলাপ;
তবুও চেষ্টা করে দেখতে পারি,_ জেনেও,
ঘৃণার কাঁটাতারে আজকাল তুমি, বিদ্ধ করছো নির্বিকার,
ক্ষমা কাঙাল প্রজাপতিদের সকল প্রকারের অনুরাগ।

(২৮.০৭.১৯৯৮)