ক এ কষ্ট,
যেন তা আজন্ম এক কৃতার্থ কর্তব্য ;
ক এ ক্লান্তি, বানের জলের মতো
এ জীবন ভুবন ভাসানো ক্লান্তি ;

ক এ কোথা থেকে পেলাম এই সত্তায়
কাক পক্ষীর সাথে তুলনা করা
কুৎসা মথিত কবিতা লেখার এই কুহকী অশান্তি ?

ক এ কৃষ্ণ বিবরের মতো
পেরােলাম যেন জন্ম থেকে এক কালযুগ
ছিল না তো প্রেম ছিল কাঙালের মতন কালিমা
ছিল শত শত অক্ষরে যত আলোক বার্তা
অথচ তার মাঝে লুকোনো ছিল অশরীরী কৌশলে
সুখ সংহারী স্বৈরাচারী সব মিথ্যা !

ক এ কখনো আপনি পাবেন না
জীবন কামুকের কাছ থেকে যা আপনার কাম্য
এই আমার থেকে কিয়দংশ সেই কৃতজ্ঞতা ।

(১৬.১২.২০২২)


(আমাদের সকলের মাতৃভূমি, এই বাংলাদেশ এর মহান বিজয় দিবস এ সবাইকে গর্বে ভরা শুভেচ্ছা।)