কেউ মিথ্যে বলে
কেউ সত্য বলে
এভাবেই তো দুনিয়া চলে;
ভুলি বা কেন টাকার ছলে
সারা দুনিয়ার জীবন জ্বলে;
কেউ ঈশ্বর বলে
কেউ আল্লাহ বলে
সেই যুদ্ধেও দুনিয়া টলে;


ভালো মন্দ আর মিষ্টি ঝালে
কত রকম গোঁজামিলে,
বিষ আর মধু সবাই গিলে;
উচ্চে ওঠে যায় অতলে
সুখ অসুখ এর মিশ্র তালে,
দুনিয়া চলে দুনিয়া জ্বলে ;


বাঁচি বিভেদে দলে দলে !
পৃথিবী জীবন দুমড়ে ফেলে;
কেউ মিথ্যে বলে কেউ সত্য বলে;
রাজু রিকশাওয়ালা এই কথাটি
ধানমন্ডিতে, ছন্দে বোলে
চমকে দিলো চা দোকানে
আমাকে হঠাৎ এক সকালে ।


(২৬.০৬.২০২২)