খুশবু তোমার জীবন নিয়ে কাব্য লিখবো কেনো ?
তুমি যেনো হঠাৎ পুকুর জলপদ্ম যেনো ?
তুমি যেনো রাজকন্যা ওড়না ওড়াও দুখী,
নির্বাসনে আকুল পাখি তবুও শংসা মুখী !


তোমার মতো খুশবু অনেক কাটলো কত দাগ,
দাগ গুলোতে হাত রেখে আজ ভীষণ লাগে রাগ !
কত বলছি চাইছি ক্ষমা তবুও নাছোড় তুমি !
কাব্যে তোমায় গড়তে হবে তোমার চেয়েও দামী ?


আমার এখন ক্লান্ত কলম আমার কিসের দায়,
ঐ যে দেখো রাস্তা দিয়ে অনেক কবি যায় !
নবীন দেহে খুশবু আতর মাখতে তারা চায়,
আমায় ছাড়ো খুশবু মণি এই ঠুকলাম রায় ;


এত ক্রুর বলার পরও মিষ্টি হাসছো তুমি ?
এই জন্যই আমরা কবি একটি সত্য জানি,
নারী ছাড়া কবির হৃদয় শুষ্ক বলে মানি,
খুশবুদেরই জন্য খুশবু কবির হৃদয়খানি ।


(২৮.০৩.২০২২)