কবিদের প্রেমে পড়তে নেই,
তবু কবিরা প্রেমেই পড়ে;
দু'চোখ থাকে আকাশ মেঘে
        পা পড়ে যায় গোবরে;

কবিতায় প্রেম ঘনঘোর ঘোরে,  
সংসার ওদিকে আগুনে পুড়ে,
ছাই হয়ে শুধু বাতাসে ওড়ে,
                    বাতাসে ওড়ে;

কবিরা শুধু প্রেমেই পড়ে,
                     প্রেমেই পড়ে;
সাত আকাশে ছাইয়ের সাথে
                 প্রেমের ঘুড়ি ওড়ে;
                  
কবি ভুবনে বৃষ্টি আগুন
                  প্রেমের মর্মে ঝরে ।

(28.10.2021)