(১)


ঘর যদি ভালো না লাগে,
গৌতমের মতো
ঘর ছেড়ে সব করো পর।
ঘর ছাড়া নেই রে কোথাও
আত্ম সুখের কোনো আরশী নগর ।
লালনও গিয়েছিল অরণ্যে,
তবে পারলো কি তারা থাকতে  
খোলা আকাশের তলে
নাঙ্গা জমিনের উপর ?
বাঁশ দিয়ে সেখানেও লালনেরা
বেঁধেছিল বাধ্য গৃহীদেরই মতো ঘর।


(২)


রবি নজরুল যেন কবি ছিলেন না
কেননা তাদের ছিল সংসার, ছিল ঘর
অথচ কী করে হলেন মহা কবি!
শ্রেষ্ঠত্বের আসনে আজো বসে আশ্চর্যকর।


(৩)


ঘর সংসারী মানুষের
থাকে শুধু আনন্দ থাকে না কোনো কষ্ট
তারা কখনো কবি হতে পারেন না
এসব বেহুদা কাব্যিকতা পথভ্রষ্ট, নষ্ট ।


(৪)


কবিদের খেতে হয়না ডাল ভাত,
লাগে না লবণ তেলের মতো খাদ্য !
ঘরের টেবিল কাগজ কলম ছাড়া
কবিতা লেখা যেন হয়ে যায়
যাদুবিদ্যার মতো সাধ্য !
ঘরে শুয়ে বসে ঘরকে তুচ্ছ করে
এইসব কাব্যিকতা,
মেজাজ খারাপ করে দিতে বাধ্য ।


(৫)


প্লেটো নিষিদ্ধ করেছিল কবিতা;
দেখেছিল রূপকে বিমূর্ত কবিরা সব
যা তা !
সমাজ জীবন ঘর সংসারহীন অবাস্তবতা;
যাযাবর পরাবাস্তব অর্থহীন মুখরতা;
শব্দ বিলাসী অলস কবিরা
কোনোভাবেই সমাজের যোগ্য না ;
তাই তাঁর কঠিন বাস্তবতার দর্শন.....
রুখতে চেয়েছিল কবি ও কবিতা ।


(০৫.১২.২০২২)


(** একজন কবি লিখেছেন তার কবিতায়, গৃহী মানুষেরা কবি হতে পারে না। তাই আমি লিখলাম আমার প্রতিক্রিয়া।)