বকলম সব গাধারা যে
বয়স! বয়স! খোঁচা মারে,
কে বলবে এই বেকুবটারে
কবির আবার বয়স কি রে !


এখনই যদি বয়স মাপিস
ক'দিন বাদেই হবি হাপিশ,
কবির কলম চির তরুণ
চির সবুজ অহর্নিশ;


কবির কলম সুর্যের তেজ
সূয্যি মামার এত্তো বয়েস !
আলো কি তার কমেছে রে ?
কে বোঝাবে এ গর্দভেরে ?


আর্যতীর্থ কহেন যাহা,
"সময়টা কোন লাটের বেটা
বলবে আমায় ফুরো?"
সময় বয়স দুটোই কবির
আজ্ঞাবহে দারুণ অধীর
না হলে তুই জিরো !


কবির চেতন তরল যেমন
তেমন নিরেট সোনা;
বয়স সাথে নেই কোনো যোগ
বুঝলি বেকুব মনা !


নে রে ওরে গাধা ছাগল
মুলো গাজর আলু ক্ষিরে,
চিবতে চিবতে জপ করে যা
কবির আবার বয়স কি রে !


কবির আবার বয়স কি রে !


(২৮.০৪.২০২২)