আমি তো লোভের সংজ্ঞা জানি;
সে অসভ্য পাঠ কখনো আমার এই দুই হাত নেয়নি;
সমগ্র পৃথিবীর বাগান ও অরণ্যের যতো মৌমাছি,
তাদের একটিও দেবে না অপবাদ
আমি লোভাতুর হাতে ভেঙ্গেছি ওদের মৌচাক;
অথবা আদিম লোভে এ মুঠিতে ধরেছি চুলের ঝুটি,
বলবে না তা কখনো একজনও নারী;
আজীবন জোনাকিদের মতো জ্বলতে দেখেছি
লোভেদের পাঁয়তারা,
তবু আমি কখনো আমার শপথ ভাঙ্গিনি;


অথচ আজ এ বৈশাখের বৃষ্টির স্নিগ্ধ সকালে
যখন কারো মনেই থাকে না লোভের স্পর্শ
তুমি অকস্মাৎ দিলে আমাকে কাদায় সিক্ত এ গ্লানি?
"আমাকে লোভ দেখাবেন না"
মরমে পিষ্ট হয়ে কুকুর-কাতর চোখে দেখলাম
তোমার চোখে যে আমি লোভাতুর ঘৃণ্য এক প্রাণী!


তুমি তো পাখি সাম্রাজ্যের অনন্য দেবী,
যাও বলো, তোমার নিষ্কলুষ পাখিরা
এসে দেখে যাক আমার চোখের ভেতরের গহীন নগরে
যেখানে তোমাকে নাহয় আহবানই করেছি
আছে কিনা সেখানে সামান্যতম লোভের হাতছানি?


আমাকে যে দুঃখ দিলে
না জেনে আমার সুশীল অনুরাগের পবিত্র ইতিহাস
তার জন্য কিছুটা হলেও দুঃখিত হও মিষ্টি রমণী;
না হলে স্রষ্টার যে কেনো খড়গে মৃত্যু হয়েই আমার,
অবশেষে যেন এই দুঃখ তুমি পাও এ প্রার্থনা করি।


আমার জীবনের একটি ক্ষুদ্রতম অভিলাষেও
লোভ তার ক্ষুধার্ত নখরদের বসাতে পারেনি।


কবিরা কখনো লোভী হয়না এ সত্যটিও জানে মানব পৃথিবী ।


(১১.০৫.২০২২)