তোমার হাসিতে হয় কবিতার পাঠ
হেঁটে হেঁটে পার হই কবিতার মাঠ
আকাশে আকাশে ওড়ে কবিতার পাখি
মেঘে মেঘে কবিতারা দিয়ে যায় উঁকি।


পড়ে আছো দূরে তুমি কবিতার মতো
রেখে গেছো কবিতার দুঃখ যতো
ফুটপাথে কবিতারা একা একা হাঁটে
শহরের বুক ভাঙ্গে কবিতার পাঠে।


স্মৃতি পথে কবিতারা গড়ে প্রতিরোধ
চায় তারা কষ্টের একি প্রতিশোধ ।


(১৫.০৮.২০২৩)