একটি কবিতা লিখতে গিয়ে এখন
থেমে পড়ে বিষন্ণ আঙুল ;
বাতাসে তো ছড়ালাম কত কবিতার রেণু,
অথচ ফুটলো কি কোথাও
একটি হলুদ সাদা মিষ্টি ফুল?


কখনো কী বললো কেউ !
দেখো এই কবিটি লিখেছে কী সুন্দর ;
হৃদয়ে তুলে দিলো কালোত্তীর্ণ অনুভূতির
এমন এক ঐশ্বর্যময় ঢেউ !


☁🌿💧🍀🍁🍂🌳🌱🌴


যদি পারতাম আমি
তেমন একটি কবিতা লিখতে
যদি সে বলতো খুব মুগ্ধ হয়ে
"কী যে ভালো লাগলো পড়তে"
তবে কবি না হবার
এই আজন্ম দুঃখটি কেটে
পাঠাতাম কবি হবার সুখ উজ্জ্বল বার্তা
পৃথিবীর সমস্ত ঠিকানায়
আর দূর থেকে দূরতম নক্ষত্রে ।


(১০.০৮.২০২২)