একটি পতাকা পেলে কথা ছিল একটিই,
মা যেমন লালন পালন করে তার সন্তান
তেমন করেই গড়ে তুলবে তোমার জন্মভূমি;


করবে না তুমি বিদ্বেষের রাজনীতি
জাগাবে না কোনো বিভেদ;
এই শস্য শ্যামল প্রান্তর
আকাশ বাতাস নীলিমা পর্বত
আর তেরোশত নদীর অমিয় জল,
হবে তোমার আরেক ধর্ম,
দেশপ্রেমে ঝলমল, অভেদ;
যেনো ঐশ্বরিক সুধা, যেমন শুদ্ধ
কোরান বাইবেল ও বেদ;


কখনোই তুমি লজ্জা দেবে না
যারা এনে দিয়েছিল স্বাধীনতা;
দুঃশাসকের দোষে কখনোই দোষী হবে না,
তোমার মাতৃভূমির লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা,
পবিত্র পতাকা মানচিত্র স্বাধীনতা;


একটি স্বাধীন জাতির গর্ব নিয়ে,
আরো প্রভূত মুক্তির জন্য হবে
সংগ্রামে সহাস্যে সদালিপ্ত;
স্বজাত্যাভিমানে গর্বিত তুমি,
চুম্বন করে যাবে গভীর মাতৃস্নেহে
জন্মভূমির কোমল মুখটি;


একটি পতাকা পেলে আর কিছু নয়
কথা ছিল একমাত্র সেটি।  

(২৮.০৩.২০২২)