নীলচে ছাইয়ের মতো ম্লান আলোর
এ অনবদ্য সময়ে,
তোমাকে নিয়ে একটি কবিতা লিখবো বলে ঝুকতেই
কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো বাইরে;


তার আগে থেকেই ঘোরাঘুরি করছিল বিষন্ণ মেঘ
আর ভেজা ভেজা স্নিগ্ধ বিরহী বাতাস;
বিষণ্ন ও বিরহী সুধা-দ্বয় দু'চোখ স্পর্শ করতেই
মনে হলো আমার ম্লান অনুরাগের আঙিনায়
কবিতার শব্দের মতো উড়ছে কিছু সফেদ কবুতর;


এবং অতঃপর যখন ঝুকেছি
ওদের আটকাবো বলে কলমের আঁচড়ে কবিতার খাঁচায়,
কয়েক ফোঁটা বৃষ্টি ঝরলো বাইরে;


আমিও থমকে তাকালাম,
পূর্ণ বৃষ্টির ঝম ঝম অপেক্ষায় উন্মূখ হলো মনন,
কেননা আমি জানি, প্রতীক্ষা করি এক অভিজ্ঞ প্রহরীর মতন,
ঘন বৃষ্টির অর্থবহ প্রতিটি ফোঁটায়
ঝরতে থাকে প্রতিবার অপরূপ ছন্দে তোমারও উন্মুখ মন;


এবং কবি ঝুকে পড়ে পুনর্বার,
শুরু হয় কবিতা কলম এবং তোমাকে নিয়ে শব্দদের
এক বিষন্ণ-বিরহী অথচ সুখকর মিতালি তখন ।


(০৮.০২.২০২২)