হঠাৎই জেগে ওঠে কৃষ্ণপক্ষ;
বেরিয়ে আসে সে করাল আঁধার থেকে
ঈর্ষাকাতর কুচক্রী শঙ্খচূর্ণীদের হাত,
ছিঁড়ে খায় আমাদের এ বন্ধুত্ব;


যে নারী বুঝেছিলাম
একদিন আমাকে ভালোবাসবে,
সবুজ পাহাড়ের আঙিনায় আমাকে নিয়ে হাসবে,
পাখিদের অরণ্যে আমাকে নিয়ে কাটাবে জীবন;
নদীর জলে পা ডুবিয়ে কটাক্ষে বলবে
শুনেছো নদীর জল কি বলে ?
একদিন নাকি তুমি ঠিকই আমাকে ছেড়ে পালাবে.....


এইসব মধুর আকাঙ্খার যত বাস্তব সম্ভাবনা,
আধুনিক শকুনিদের ষড়যন্ত্রে মিশে যায় কৃষ্ণপক্ষ আঁধারে,
হয়ে পড়ে অচেনা....


অভিশাপ নয়, খুন ছাড়া তখন শান্তি যেনো আসে না।


(২০.০৫.২০২২)