তুমি ভেবাে না।
আজ হয়তো খুব ভালোবাসতে চেয়ে
তোমার প্রতি অনুরাগে বন্দী এই আমি
কৃতদাসের মতো বারে বার কেঁদে উঠছি,
আর দেখছি তোমার রূপসী সম্রাজ্ঞীর মতো
নির্মম অবহেলা।


তবে যা চাচ্ছো তুমি মনে হয় তাই যেন হচ্ছে।
আমার আকাশে উড়ছে যেসব
অবহেলার নির্মম পাখিরা তোমার,
মাঝে মাঝে ইচ্ছে করছে বন্ধ করে দেই
তাদের দেখার সমস্ত জানালা।


একসময় কৃতদাসও অভ্যস্ত হয়ে পড়ে কষ্টে,
সে আর কাঁদে না;
মুক্তির কোনো অনুভূতিও তার মাঝে আর থাকে না।


(২৭.০৫.২০২২)