মসজিদ ও মন্দিরে চার্চে যা
অনুগতে খুশি হোক তোর স্রষ্টা
তবে কভু ভুলিস না একটি কথা
মানবতা মানুষেরও ধার্মিকতা;


নিজ গৃহে ধর্মটি পালন করে
বিশ্বকে ভরে তোল মানবতা সুরে
তুমি আমি যদি বলি একই স্রষ্টা
(তবে) মানবতা মানুষেরও ধার্মিকতা;


ধর্মকে বেচে খায় কাঠমোল্লা
শুনিস না কখনো ওই শল্লা
জীবনটা বিভেদে যাবে গোল্লা
মানবতা দিয়ে কর্ ভারী পাল্লা;


ধর্মের শ্রেষ্ঠতা নিজ মনে রাখ্
মানবতা ছায়াতলে সকলকে ডাক
সবার ওপরে থাক একটি কথা
মানবতা মানুষেরও ধার্মিকতা;


জগৎটা জুড়ে থাক মানবিকতা
মানবতা মানুষেরও ধার্মিকতা ।


(১৬.১০.২০২১)