কী আশ্চর্য !
পথে-ঘাটে সর্বত্র যে মানুষ দেখি প্রতিদিন
জীবনের মাঝে খুব জীবন্ত ;
ওরা সকলেই একদিন অসুস্থ হবে
এবং মরে যাবে ;


মাঝে মাঝেই এক বিমূর্ত ও অলৌকিক অনুভব
অবোধ্য কোনো শিরশিরে অনুভূতির মতো
জেগে ওঠে আমার মাঝে......


সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ছাপ মারা এ অবয়বের যে তিরোধান
তা নিয়ন্ত্রণের আক্রােশ অস্তিত্বে ঝরে,
হয়তোবা সৃষ্টি-শক্তির স্বর্গীয় পটভুমি থেকে উত্থিত হবার
কোনো অহংকারে ;


অতঃপর অজানা অপার যাদুরূপ এ রহস্য মাঝে
শুধুই বিশ্বাসের বাতায়নে নিশ্চল নিজেকে


খুবই অক্ষম লাগে ।


(৩১.০৩.২০২২)