ঐ যে গাড়ি রাজহংস ছুটছে জোরে দখিনা,


থাকতো একটি মায়া কন্যা
                       এখন তো আর থাকে না ;
মায়া কন্যা মায়াবাড়ি
               কোথায় গেলো বললো না,


সবার জন্য কত্ত মায়া তবু মনটা ভরতো না ;


লড়াই করে মন রাঙাতো
                           কখনো সে ভাঙতো না,
একটি কবি ভালোবাসে
                         কখনো তাকে বলতো না  ।


আকাশ ছিল সবচে প্রিয়
                          তার সঙ্গে ঐ পাখিরা,
পাহাড় নদী ডাকতো যদি
                          এক মুহূর্ত থাকতো না ;
সত্যগুলো খুঁজে পেতে
                        কোনো বাধায় দমতো না,
এই জীবনের বন্দী নিয়ম
                        কক্ষনো সে মানতো না ;


তার হাসিটি মিষ্টি এমন ভুলতো সবাই যন্ত্রণা !


কী সুন্দর বন্ধু সবার
                      আমায় ভালোবাসতো না।


হায় রে গাড়ি রাজহংস
                        কেনো রে যাস দখিনা?
মায়া কন্যা মায়াবাড়ি
                       নেই সেখানে খুঁজিস না ।


(০২.০৮.২০২২)