শ্রাবণ মেঘের দিনে মেঘলা করিডোর ।


সত্যজিত , মৃণালের চলচ্চিত্রের মতোন
ধ্রুপদী অভিঘাতে
চমকে দেয় তোমার কন্ঠস্বর ।
সম্ভাবনার প্রশস্ত সিঁড়ি বেয়ে উঠি নামি,
তবু সমঝোতার দরজায় গিয়ে টোকা দেয়া
কষ্টকর।


অর্পণ করে দিয়ে সকল আকাঙ্ক্ষা আমার
পার করে যাচ্ছি শুধু
এইসব ক্লান্ত অপূর্ণতার প্রহর।


রবি আর শরৎ এর বিয়োগান্তক শিল্পের
কালজয়ী অনুভব বুকে লুকিয়ে
দু'পায়ের নিচে দম্ভ দিয়ে পিষ্ট করি
এইসব মেঘলা দিনের মেঘলা করিডোর ।


(১৩.০৮.২০২৩)