মন খারাপের নদীর জল
বোলছে কথা ছলাৎ ছল ।
কোথায় যাবি! কোন সাগর ?
নেই তো হৃদয়, সবই পর ।


মন খারাপের নদীর জল
বইছে দুখে ছলাৎ ছল ।
অপ্রেম স্রোতে ভাসলে বল্?
এই তো জীবন, এই তো ফল ।


মন খারাপের নদীর জল
একাই বহে ছলাৎ ছল ।
নেই রে কোথাও বন্ধু দল
অথৈ দুখে একাই চল ।

(১৩.০২.২০২৩)