মিলনই যদি হবে মৌলিক,
তবে জলের ফ্লাস্কে থুতনি রেখে
কেনো হয়ে পড়ো মাঝে মাঝে এমন আনমনা ?
মিলনের মৌলিকতায় বিশ্বাসী যারা
তারা তো থাকবে আনন্দিত,
কখনোই হঠাৎ হঠাৎ
মৌন-মুখর স্নিগ্ধ হয়ে উঠবে না ।


মিলনই যদি হবে মৌলিক,
তবে তোমাকে চেনার পরও
বাকী আছে আমার অল্প যেটুকু পথ
তা কেনো শুধু এক "বিরহকামীর" চালচিত্র ছাড়া
আর কিছুই দেখতে পাই না  ?
বলো তো সেখানে কি আছে
হাসানের সেই বিখ্যাত "মিলন মৌলিকতার"
সামান্যতম সম্ভাবনা ?


কোনো কোনো কবির মহা কাব্যিকতা
গায়ে শুধু আরো জ্বালা ধরায়, কষ্ট কমাতে পারে না ।


(৩১.০৫.২০২২)