কোথায় যেনো পড়েছি
পদার্থ অথবা হবে রসায়ন;
কবি হয়েছি তো অকস্মাৎ !
তাই হয়তো মনে পড়ে না এখন;
কবিতার প্রিজমে আঁকাবাঁকা আলোকে,
মনটায় সাধিত নবধারায় কাব্যিক বিবর্তন;


ছাত্র জীবনে মৌলকে মনে হতো,
সম্ভ্রান্ত ও অভিজাত উন্নত নাসা নিঁখুত;
যৌগ শঙ্কর তুচ্ছই মনে হতো,
ভেজালে মিশ্রিত কি কিম্ভুত !


অথচ আজ কবি জীবনে হঠাৎ দেখি,
যৌগ মিশ্রনে মিশ্রিত পৃথিবী !
প্রকৃত প্রগতিশীল পৃথিবী জীবন - আধুনিকতায়;
তবু মৌলরা সব প্রাচীন গরিমার অচল হুংকারে
একীভূত পৃথিবীটা ভেঙে টুকরো করে দিতে চায়;


অন এ ডিফারেন্ট নোট,
আমাকে করতে হচ্ছে কোট.....
মৌলদের নীল বিষ রক্ত, খুব অসভ্য লাফায়,
নারীদের ধরে ধরে আধুনিক অন্দরে বন্দরে
ঢাকনা দিয়ে চেপে রাখতে চায়;
গজালেই কেটে দিতে চায় ওদের সমঅধিকারের পাখনা,  
বিস্ময়করভাবে আজও বেখাপ্পা মৌলবাদী চেতনায় ।


(২১.০৭.২০২০)