ভালোবাসা মানে তো বন্ধন।
মুক্ত পাখিদের পায়ে ভালোবাসার বেড়ী পড়ালে
সে আর উড়তে পারে না নিজের ইচ্ছে মতন।

মুক্ত পাখিকে বন্দী করে ভালোবাসা যায় না।
বন্দী পাখিরা কখনো ভালোবাসা ফেরত দেয় না।
বন্দী পাখিরা তোমার চোখের দিকে মাথা বাঁকা
করে তাকাবে, নাড়াবে সুন্দর, ডাকবেও হয়তো
মাঝে মাঝে, তোমার দেয়া খাবার খুঁটে খুঁটে খাবে,
কিন্তু খাঁচার দরজাটা খোলা পেলে মুহূর্তে পালাবে ।


মুক্ত পাখিদের দূর থেকে ভালোবেসে যেতে হয়।
মুক্ত পাখি ডালে বসে নাচবে, খেলবে, উড়বে শুধু উড়বে
শােনাবে পাখিরা তাদের সুনিপুণ দায়িত্বে
হৃদয় ব্যাকুল করে দেয়া গান; পাখিরা হয় সবার,
পাখিরা কখনো তোমার একান্ত প্রেমের হবে না।


তাই মুক্ত পাখিদের যদি ভুল করে ভালোবেসে ফেলো
তার দায় শুধুই তোমার; তুমি পুড়তে থাকবে কষ্ট অনলে
হয়তো একদিন মরেও যাবে সে দুঃখে !
কিন্তু কখনো ভেবো না তোমার জন্য শোকে মুক্ত পাখিরা
এক মুহূর্তের জন্য হবে স্থির, তারা নির্মম নিমগ্ন
উড়তেই থাকবে মুক্ত সুবাতাস আর সুনীলে।


মুক্ত পাখিদের ভালোবাসতে হয় না, মুগ্ধ চোখে
শুধু তাকাতে হয় আর সবসময় জানাতে হয় প্রাণঢালা প্রশংসা।
মুগ্ধতা আর প্রশংসা এ হলো সীমানা,
এরপর মুক্ত পাখিরা আর কিছু প্রশ্রয় দেয় না।


আজন্মকাল মানুষ মুক্ত পাখি হতে চায়
সব মানুষ পারে না, তবে আমরা কখনো কখনো আশ্চর্য হয়ে দেখি,
ভালোবাসার বন্ধনহীন কিছু মানুষ মুক্ত পাখির মতো শুধু উড়ছে !
দুর্দান্ত ছিন্ন করে ফেলেছে
নিগুঢ় কোনো শক্তিতে ভালোবাসার সকল দায়।


(০১.০৬.২০২২)