নীলুফার,
প্রতি ভোরে রিকশাওয়ালা আমার
যায় পেরিয়ে তোমার বাড়ি ।
আমি ভাবি নীলুফার
বেণী দুলানো বয়সটা কি তোমার
কুড়ি, ছুড়ি ?
তুই কি আমার বন্ধু হবি?
যে দেবীটি দিয়েছিল দুঃখগুলি
তোর রাস্তার কৃষ্ণচূড়ার মাঝে তা
বিলিয়ে দিবি?
বিষাদে হারিয়ে যাওয়া হাসিগুলোকে আমার
পারবি কি ফিরিয়ে আনতে নীলুফার?
সিঁড়ি দিয়ে নেমে আসিস একদিন ভোরে
সত্যবতী বন্ধু হয়ে উঠিস আমার কবিতার ।


(১৬.০২.২০২৩)