নীলুফার,
তোমাদের ভোরবেলার রাস্তাটি যেন
ভোরের দরবার
প্রতিদিন ভোরে অতিথি আমি মুগ্ধ হবার
সারি সারি বাড়ি কৃষ্ণচূড়া আর আম্র পাতার
প্রতিটি ভোরে অনন্য তুমি অদৃশ্য নীলুফার
মৌন এ মনের মতো মৌন চারিধার
এবং সে কী মৌনতাও রিকশাওয়ালার
দুটো অবয়ব দু’রকম রূপ তার নিমগ্নতার
ভোরের স্নিগ্ধ শব্দ মাখে শব্দরা কবিতার
মৌন মননে কী যে মুখরতা ভাঙা আর গড়ার
কত যে বাক্য হতে থাকে রেখে যাবার
তবু তুলে নেই পেরিয়ে যাই চুপচাপ নিঃসার,
হয়তো থামাবে কোনো একদিন
                        ছড়িয়ে ফুল কৃষ্ণচূড়ার
প্রতি ভোরে কল্পনার নিবিড় প্রশান্তি
তোমার নাম তোমার বাড়ি তোমার দুয়ার।


(২৮.০২.২০২৩)