তুমি দিতে পারবে কি, নিশ্চিত এক মুঠো ভালোবাসা?


যে ভালোবাসা মুঠো ফাঁক গলে,
বালুর মতো অবলীলায় যাবে না ঝরে,
হবে না শুধু স্মৃতি, স্মৃতির বালুকাবেলায়;


যে ভালোবাসা হবে না গোলাপ কাঁটা,
ঝরাবে রক্ত আমার আঙ্গুলে আর চিরস্পন্দিত স্মৃতির সরবোরে;
যে ভালোবাসা হবে নক্ষত্রের আলো, হাতের মুঠোয়
অনন্ত দহনে হবে না চির উজ্জ্বল, স্মৃতির আকাশে;


তুমি দিতে পারবে কি, নিশ্চিত এক মুঠো ভালোবাসা?


যে ভালোবাসা রূপসী চাঁদের রূপালী আলোর পরে,
কলঙ্ক মাঝে ভেজাবে না কান্নায়, ক্ষণে ক্ষণে স্মৃতির চাদর;  
যে ভালোবাসা হবে মহাকালের মতো এক স্পর্শ,
হবে না অকাল অস্পৃশ্য, কোনদিন স্মৃতির আঙ্গুলে;
যে ভালোবাসা হবে অনন্তকাল শুধু হেঁটে যাওয়া এই একজীবনে;
প্রতি মুহূর্ত যেন জীবনের অনাবিল আস্বাদ আর অমিয় অর্ঘ্য;


তুমি দিতে পারবে কি, নিশ্চিত এক মুঠো ভালোবাসা?


যে ভালোবাসা একজীবনে এই শহরে বেঁচে থাকা;
বেদনার মতো মৃদু টোকা, শহরময় স্মৃতির দুয়ারে;
যে ভালোবাসা একজীবনে দেখা কত অন্য জীবন;
যে জীবন পেতে কেঁদেছে হৃদয়, রাঙাতে স্মৃতির ভুবন;
যে ভালোবাসা এক  দুঃখী রাজকন্যার হৃদয়ের রূপকথা আলো,
তাতে মিশে যাবো যেনো অবশেষে তোমারই স্মৃতির রাজত্বে;


তুমি দিতে পারবে কি, নিশ্চিত এক মুঠো ভালোবাসা?


যে ভালোবাসা হবে অমিয় কথার একটি শেষের কবিতা;
কবিতাটির পরে ফুরোবে সব প্রয়োজন, আর যত আয়োজন,
এই মহা জীবন মাঝে অমৃত যে দান,_ আমার মানবজীবন;


সেই কবিতার পরে তুলে নেবে তোমার একান্ত উপহারটি,
আমাকে নিয়েই গড়া একজীবনে ভালোবাসার সকল স্মৃতি;  


নিশ্চিত এক মুঠো ভালোবাসা, তুমি দিতে পারবে কি?


(০৯.১০.২০২০)