কুড়িল ফ্লাইওভারের কাছে
নিস্তরঙ্গ হয়ে উঠলো জীবন ;
আসন্ন সন্ধ্যার আগে বিকেলটা
উত্তপ্ত কমলা
আকাশের গায়ে যেনো
কোনো চিত্রকর
লাল পাতলা মেঘের টান দিয়েছে তুলিতে;
মাঝখানে অর্ধেক চাঁদ বিমর্ষ ;
এদিকে ওদিকে চলে গেছে
আরো কিছু ফ্লাইওভার ;
মহাসড়কে শহরের বাসগুলো আজ নেই,
কেননা গতরাতে
ক্ষমতাবান কিছু জারজ
খনিজ তরলকে ব্যবহার করলো
সাধারণের জীবনের শ্বাস
আবারো চেপে ধরতে ;


অথচ আমি ক্রোধের বদলে
নিস্তরঙ্গ হয়ে উঠলাম ;
ভাবলাম দরকার নেই কোথাও যাবার ;
আমি জীবনকে ভীষণ বিপদজনক
করে তোলার এই শয়তানদের খেলা
নিয়ে ভাববো না ;


বরঞ্চ ভাববো তোমাকে
কুড়িল ফ্লাইওভারের এই উত্তপ্ত রাঙা
বিকেলের মাঝে দাঁড়িয়ে ;
তবে মনে পড়ে গেলো
তুমিও কঠোর শাসকের মতো
বলেছিলে গতরাতেই !
"তোমাকে ভেবে কষ্ট পাবার
আর সময় নষ্ট করার পর্যায়ে
এখন জীবনটা আর নেই"
তখন একটু বিরাগ তরঙ্গের স্পর্শ পেতেই
একটি বাসে উঠে পড়লাম ।


(০৮.০৮.২০২২)