আমি ভেসে থাকি এক নিবিড় নৌকার মতো;


আমার প্রার্থিত সকল শুভ্র অনুভূতিগুলো
সাদা পায়রাদের মতো উড়ে গেলো এইমাত্র
কোমল কমলা নিমজ্জিত সূর্যের দিকে অনাদি অবগাহনে;
ছেড়ে গেলো নিঝুম চরাচরের মতো আমার বুকটাকে ফাঁকা করে;
আমার শুভ্র চেতনাগুলো ভেঙ্গে পড়লো মাস্তুলের মতো
সংহারী জীবন সমুদ্রে, পরিণত হলো আগ্রাসী ঢেউয়ের খোরাকে;
আসমুদ্রহিমাচলের দুর্বোধ্য বাতাস এসে হিস হিস করে
আমার নির্জন নৌকোর পাটাতনে মৃতপ্রায় বিশ্বাসগুলোর ওপরে
"প্রার্থনা, প্রার্থনা....."


আমি ধনুকের মতো ঋজু ভঙ্গিমায়
এখনো সচল স্বাপ্নিক দু'হাতে আমার ভাঙি তাদের প্রহসন;
বলি "না, এমন হবার কথা ছিল না, কোথাও লিখে রাখেনি
মর্ত্য পাতায় তোদের অদেখা দেবতা স্রষ্টা;
বরঞ্চ বলেছিল নৌকো হবে সমুদ্রের রথ
আর আমরা আজন্ম নিশ্চিন্ত সুখের সারথি;
সাদা পায়রাদের ঝাপটানো সফেদ পাখারা হবে
চিরায়ত প্রশান্তি ধ্বনিত উড়ন্ত নিশানা!"


আমি মানুষ, জীব ও জীবন সমুদ্রের দুর্বিনীত নাবিক !
আমাদের কোনো নিরালোকের প্রার্থনার প্রয়োজন হয় না।


(১৩.০১.২০২২)