(১)


এক দুই তিন চার
ছাপার অক্ষরে আছে, জনতার দু-মুঠোতে নেই অধিকার ।


পাঁচ ছয় সাত আট
অধিকার দেবার ওদের যত গল্প ইতিহাস, সব বানোয়াট ।


নয় দশ থেকে একশো
দাবড়ে বেড়ায় রাজা ও রাণীরাই, অধিকারের সমস্ত অশ্ব।


(২)


এক দুই তিন চার
পতাকা আছে অথচ কথা নেই একতার।


পাঁচ ছয় সাত আট
দেশ আছে তবে দলগত দুশমনে ভরা মাঠঘাট।


নয় দশ থেকে একশো
প্রিয় মাতৃভূমি বিভাজনে করে চলি কর্ষ।


(১১.০৫.২০২৩)