যে পথেই যাই না কেন শেষ হয় না জীবনের যন্ত্রনার;
যা কিছুই করি না কেন পাঠ, হয়তো শান্ত হয় মন,
তবে হওয়া যায় না নিঃসন্দিহান;


স্বপ্নগুলো রুপালি ইলিশের মতো
সতত হয় ধৃত জীবনের পদ্মায়;
হয়তো জীবনের আঙিনায় ওঠে সাময়িক সূর্য
তবে বৈষম্যের কালো মেঘেই তা ঢেকে যায়;


যে ভূমিতেই করি না কেন বাস
রাজারা করেন আমাদের অধিকারের রক্ত-পান।


(০২.০৪.২০২২)