আমার হৃদ কমলে খুব বিরহের অরুণবর্ণ কাঁটা,
দেয়ালে আমার গ্রাফিতি তোমার চড়া রঙের সাটা;
যেতেই পথে বিষন্ণ এক কুকুরের সাথে দেখা,
বললো ব্যাকুল, মানব দেবতা কেড়ে নিলো তার সখা;
চোখের তারায় জ্বলছে ভীষণ বেনিয়া বিজ্ঞাপন,
সাত সমুদ্রের ধন-বাণিজ্যে ভাসে কি তোমারো মন ?
রাত হোটেলে রাত পাখিরা রমণ পেখম মেলে,
রাধারমণ বিচ্ছেদ কেনো চিতার মতো জ্বলে ?
কারো জীবন খড়ি দিয়ে সময়ের দাগ কাটে,
চাঁদের নীচে জীবন ছুরি চোখে ঝলসে ওঠে;
ধর্মাবতার অনেক হলো এবার তোলো নোঙর,
খুব গিলেছো ডাকছে তোমায় হা করা এক সাগর;
দেখছি তোমার পুলক হাসি খুঁজছি আমার বাড়ি,
জ্বলজ্বলা ঐ মন্দিরে কি টিপবো দেখে নাড়ি?
গেছো কি তুমি হাসন রাজার পিদ্দিম মালার নিবাস ?
মধ্যরাতের দুয়ার দিয়ে দেখি অন্য আকাশ ।


(২৭.০৪.২০২২)


(*হাসন রাজার পিদ্দিম মালার নিবাস - সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি কবিতার শব্দ অলংকরণ।)