আমার কিছু কবিতা আছে, তোমার জন্য,
রাখা আছে জলপদ্ম আঁধারে ।
সেখানে বিশুদ্ধ বাতাসে
বাশবৃক্ষের সরসর শব্দ ছায়া অবয়ব,
নীলচে জ্যোস্না আর স্বচ্ছ জলাধার একত্রে খেলা করে।


যেদিন তোমার শেষ শৈল্পিক সন্ধ্যার
পর্দা নেমে আসবে, পাবে যথার্থ অবকাশ,
তোমার টুকটুকে মুখের বাগানে
পায়ের নীচে জন্মাবে শুধু স্মৃতিদের নরম ঘাস
সেদিন পড়ে নিও;
তোমার প্রতীক্ষায় থাকা সে জলপদ্মগুলো
জ্যোস্নার মতো হেসে উঠেই ম্লান হবে
আর কাঁদবে কিছু নদী,
সেদিন প্রথম খুঁজবে তুমি
প্রজাপতিরা যেন কোথায় পাখা মেলেছিল ?
একদিন কেউ তোমাকে খুব ভালোবেসেছিল।


চেয়েছিল তার আর তোমার নিঃসঙ্গতাগুলো
মুখোমুখি বসবে, এমনই কোন এক
শৈল্পিক সন্ধ্যাদের আঙিনায়,
তারা কথা বলবে ধ্রুপদী দুঃখে
যাতে তোমার অনন্য ঋদ্ধতা ক্ষুন্ন না হয়,
হয় না সময়ের কোনো অপচয়,
একটু শুধু ভালোবাসার নিবিড় প্রার্থনা রাখবে
যা কিছু যেমন তাই থাকবে,
আঁকছো যা কিছু জীবনের তরুলতায় সমৃদ্ধ
তাই আঁকবে;
শুধু একজন যে তোমাকে খুব ভালোবাসে
সে চেয়েছিল,
তার সেই পূণ্যতার দুঃখ বেদনাগুলো
জোনাক আলোর মতো আনন্দে জ্বলে নিভে
একবার শুধু ছোট ছোট পরীদের মতো নাচবে।


আমার অশৈল্পিক প্রেমের কবিতাগুলো পড়ে
সেদিন কি তুমি কাঁদবে ?


(১৫.০৬.২০২২)