অক্ষয় আমাদের এ অক্ষরমালার
বিনাশ তো কখনো হবে না;
বর্ণমালারা হারাবে বর্ণিলতা
বাঙালিরা শঙ্কায় থেকো না;
পাকি নামের ঐ ঘিন্নাহ জন্তু
চেয়েছিল মৃত্যু যে বাংলা ভাষার,
বেশরম পাকিরা মরছে জ্বলনে
দেখে জয়ধ্বনি ও সম্মান তার;
সালাম বরকত রফিক ও জব্বার
ওঁদের মৃত্যুর যে মহা দ্যোতনা;
কখনোই সে আত্মদানের
ক্ষুন্ন হবে না মহিমা;
দেশের অঙ্গন থেকে বাংলা ভাষা
ছুঁয়েছে বিশ্ব আঙিনা;
আমাদের ভাষা তাদের ভাষাকে
ভালোবাসতে দিয়েছে প্রেরণা;
যতোদিন থাকবে বাংলাদেশ
তার মানচিত্র ও পতাকা;
দিনে দিনে শুধু বেড়েই যাবে
বাংলা ভাষার মর্যাদা;


একুশ বাঙালির ভাষার শক্তি
মহা জাগ্রত চেতনা;
একদিন দেখো এ পৃথিবীর একতা
বাংলায় হবে ঘোষণা।


(২০.০২.২০২২)