রাষ্ট্রযন্ত্রের দমন-পীড়ন
আর কূট-কৌশলের চোষনে
জনতাকে একসময় নপুংসক হয়ে যেতে হয়;
তারা আর রাজপথ চিনতে পারে না,
রোমাঞ্চিত হতে পারে না শীৎকারে
অধিকার, বিদ্রোহ ইত্যাদি শব্দের সাথে
দারুণ রমণে ;
খুঁজে পায় না শৌর্য-বীর্য ছড়ানোর জন্য
নব নব আন্দোলনের জনন-পথ;
এমনকি, আকর্ষণীয় দেহের কোনো রমণীকে
দেখলেও, স্ব-ইচ্ছায় আর
জেগে ওঠা যায় না;


রাষ্ট্রের নিয়ন্ত্রণ-কেন্দ্র থেকে তখন  
নিতে হয় ট্যাবলেট,
নিতে হয় অনুমতিপত্র,
এবং যেতে হয় শুধুমাত্র
রাষ্ট্র নির্ধারিত বেশ্যাদের বিছানায় ।


(১১.০৩.২০২২)