রাজকন্যা, দেখলাম তোর আঙুলে
মেয়ে বেলার ঘুড়ি ।
তোর ঐ মন কী অনন্য জীবনানন্দ!
ফড়িং এর মতো ঘুড়ি
করেনি আমার সবুজ ভুবনে কখনো ওড়াওড়ি।
যে জীবন দোয়েলের, ফড়িং এর*,
মানুষ জীবনের এই নিবিড় দুঃখ নিয়ে
আজো কবিতার মতো ওদের স্পর্শ করি।
যদিও ভেসেছে শুধু
এ জীবন সমুদ্রে ব্যর্থতার ধূসর তরী।
তবু রাজকন্যা,
তোর আঙুলে, তোর চোখ, মুখ
তোর সমস্ত সত্তা জুড়ে
রক্ত জবার মতো যখন ফুটে ওঠে কবিতা
সূর্যাস্তের জানালায় এক দুখী সম্রাটের মতো
আজো পড়ি, বারে বারে পড়ি।


(03.06.2023)


*জীবনানন্দ দাশ । *দূরে থাকা জীবনানন্দ প্রেমে পূর্ণ আবরিত কবিটির প্রতি 🌷।