কেউ সবুজ আর লাল বললেই
মনে পড়ে তোমাকে বাংলাদেশ!
মনে পড়ে পতাকা,
সবুজের মাঝে লালের মহিমা!
একটি উষ্ণ নদীর মতো রক্ত প্রবাহে
প্রবাহিত হয় স্বাধীনতা ;


মনে পড়ে তোমার বুকে
সুললিত নৃত্যের মতো দুলছে, শুধু দুলছে
সবুজ ধানের সারি!
মনে পড়ে সেই কিংবদন্তীর বিজয়ের পর
আমরা স্নিগ্ধ সবুজের মতো হেসে উঠেছি,
আর ভাই বোন হারানোর লাল বেদনা নিয়ে
ঘুমিয়ে আছি আমরা মায়ের বুকে মাথা চেপে ;


ওরা লাল সবুজের নিরাপদ এক বেষ্টনী দিয়ে
আমাদের চির কৃতজ্ঞ করে চলে গেছে অসীমে
বিধাতার মুক্তিকামী বীরযোদ্ধাদের মতো।


(২০.১২.২০২১)