চলো না কোথাও পা ঝুলিয়ে বসি;
পায়ের নীচে যাই থাকুক জল অথবা মাটি;
সূর্য ডুবে সন্ধ্যা হবে হাতে চায়ের বাটি,
হারানো দিনের গল্প মাঝে হারাবো মন দুটি।


চলো না কোথাও উষ্ণ-বোধে পাশাপাশি বসি;
উড়ুক না হয় চারিপাশে দূষণ রীতি নীতি;
ভেঙাবো ওদের অসভ্য সব বিকার অনুভূতি,
ভালোবাসায় জ্বলবে শুধু মিলন লগ্ন তিথি।


বল না তোমার সময় আছে কি?
এই পৃথিবী ক্লান্ত করে, ক্লান্ত করে খুবই ;
তাই তো তোমায় সন্ধে হলে পাখির মতো খুঁজি,
কবে তুমি বাসবে ভালো সেই সময়টি আঁকি।


(১৪.০৭.২০২২)