সেদিন রেসকোর্সে আমরা সকলে সংগ্রামী সমুদ্র হয়েছিলাম,
আর সমুদ্রের মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন বিধাতার দূত;
বজ্রস্বরে বলেছিলেন তিনি, এবারের শেষ একটি সংগ্রামের কথা,
যে সংগ্রাম মানে স্বাধীনতা, থেকো তোমরা জীবন-রক্ত নিয়ে প্রস্তুত;


সময়টি ছিল যেন এক রণসঙ্কুল অভিযাত্রার, মাসের সপ্তম দিন,
আর সেদিনই সালটি হয়ে গিয়েছিলো ইতিহাস, ১৯৭১ কিংবদন্তীর ;
বসন্তের শেষ দিনগুলোতে সেদিন, স্বপ্ন ও মৃত্যু এসে দাঁড়ালো পাশাপাশি,
কেননা অবশেষে দেখবে হানাদার পশুগুলি, বাঙালি কেমন অগ্নিঝরা বীর !


বিদ্রোহী সমুদ্রে জানোয়ারটির দিকে ছিল হুঁশিয়ারি, বারে বারে নড়েছে দৈব তর্জনী,
বাঙালিদের রূপকথা রাজ্যের পাকি দৈত্যগুলো, তা অনেকটা করতে পেরেছিল আঁচ;
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"
রচিত হলো বাঙালির বাংলাদেশ এর জন্মের ইতিকথা, শেখ মুজিব ও ৭ই মার্চ ।


(০৬.০৩.২০২২)