চিরায়ত যুদ্ধ তুমি আর আমি,
কার কত দখলে সংসার জমি;
কত করি অর্জন তবু কানা-কড়ি,
হাত থেকে খসে না-তো শাসনের ছড়ি;


কার কত অবদান রশি টানাটানি,
অভিযোগ সুরে নাকি ভালোবাসা শুনি;
চিরায়ত যুদ্ধ দু'জনেই মরি,
দুখী নীড়ে তবু আশা সুখ-পাখি ধরি;


চিরায়ত যুদ্ধে দিন গুনে চলি,
সংসার গল্পের পাতাগুলো মেলি;
দু'জনের স্বরে থাকে ভিন্ন ধ্বনি,
একতায় নিভৃতে দৃঢ় দুটো মনই;


এইভাবে সংসার ধর্ম যে মানি
চিরায়ত যুদ্ধের মর্মটা জানি ।


(০৯.০৩.২০২২)