সুখগুলো গাঁথবার সুই খুঁজে চলি;
সুখ নিয়ে দর্শনে ভরা কানাগলি;
সুখগুলো গেঁথে নিতে সুই ভেঙে পড়ে,
আঙুলেই সুচ বিঁধে দুঃখ ঝরে;


দুঃখের প্রান্তে ওড়ে সন্ন্যাসী সুখ,
এই আসে এই যায় খুটে খায় বুক;
খড়ের গাদায় খুঁজি সুখের ঐ সুচ,
ব্যর্থতা আনে মুখে সুখের নিকুচ;


সুখগুলো গাঁথবার সুই খুঁজে চলি;
সামান্য ছুঁয়ে দিয়ে ঝরে যায় কলি;
মহা মহা দর্শনে তারপরে জ্বলি !
হরিণের খুড়ে ছোটে সুখ পদাবলি ।


(১৮.০২.২০২২)