কত সুমিষ্ট ছবি দেখেছি !
দেখে দেখে এ হৃদয়ে আমার
অনুরাগের আবির মেখেছি;
ছুটেছে হরিণ, উড়েছে টিয়া,
ফুটলো কত ম্যাগনোলিয়া,
দিলো যে সাঁতার রূপালী ইলিশ,
পদ্মার মতো ঝলমলে আমার
অনুভবের অদম্য স্রোতে;


আদম হাওয়ার এই ভুবনে,
কখনো কি পারবো না
তোমার সাথে বন্ধু হতে ?


*******


এ রক্ত হৃদয়,
তুমি সুকন্যা দিলে যে মোরে,
কৈবা এখন রাখি তারে ?
রাখি কি তারে কাঙাল মনের গহীন ঘরে ?
নাকি রাখি এ হৃদ মাঝারে গড়েছেন যা ঈশ্বরে ?
কে দেবে আমারে সে অভয় !


(২৭.০৪.২০২২)