রক্ত ঝরে পড়ার অসুখে
যদি থাকতো ব্যথা,
তবে কি তা সহ্য হতো ?


রূপালী রাত্রিতে
যদি পুড়ে যেত ত্বক,
হতো কি তা কবিতার মতো ?


মানবের অশ্রু যদি
বয়ে যেত নদী থেকে নদী
তবে কি মাটির ইতিহাস
লেখা যেতো?


কত রহস্য অজানা
তবুও দেয় কি তা যন্ত্রণা
বিশ্বাসের সুখে এ পৃথিবী থাকে
নিবিড় প্রার্থনারত।


অথচ যে প্রেম
মাঝে মাঝে যা মৃত্যুর মতো,
দহনে দহনে কেনো তবু তার
উপাসনা অবিরত !


(২২.০৪.২০২৩)