তোমার ঐ বাড়ীটি
কবিতার মতো হয়ে থাকলো।
কখনো হয়তো দেখবো না, তাতে কি !
আমার মনে তার অপরূপ রূপকথা
ছবি আঁকবো।


যে বাড়ীর বারান্দায়
একদিন বৃষ্টিরা এসেছিল,
বৃষ্টি ও বারান্দার সে স্নিগ্ধ যুগলবন্ধী
একটি মনোরম ছন্দ সবার মনে এনেছিল ।


তোমার বাড়ীর অদূরেই
আছে একটি নদী।
সে নদীর সুবাতাস
তোমার জানালার ঐ উদাস
পর্দা ছুঁয়ে ছুঁয়ে
ঢোকে তোমার নির্ভার সুখের বিজন ঘরে;
শোনায় তোমাকে সুবর্ণ সব দিনের কথা,
যেদিনের আকাশে
উড়বে শুধু শান্তির পায়রা,
আর লিখবে তুমি একের পর এক গ্রন্থে
কীভাবে হাঁটতে হয় মানুষকে
একমাত্র এ পৃথিবীর মানবিক সুন্দর পথে।


তোমার বাড়ীটি
মনের গহীনে এক রূপকথা হয়ে থাকল।
আমি তার গা ঘেঁষা পথ দিয়ে
প্রতিদিন হাঁটবো ।
আর মাঝে মাঝে দেখবো
তোমার বাড়ীটির ওপরের আকাশে
ফুটে আছে তোমার মিষ্টি হাসির মতো
ফুটফুটে এক সন্ধ্যাতারা ।


আরো শুনবো,
তোমার জানালা থেকে ভেসে আসছে
সমৃদ্ধ আলাপনের আনন্দঘন উষ্ণতা;
যার প্রান্তে একা দাঁড়িয়ে
কোনো এক অযাচিত কবির
হাতের মুঠি থেকে উড়ছে
জোনাকমালার মতন
ভালোবাসার কিছু কবিতারা।


(১৬.০৭.২০২২)