আমার শরীরে নেই সবুজের স্পর্শ
সমুদ্র নীলে এ শরীর নয় উৎকর্ষ ।
আমার শরীর মাখেনি চন্দ্রনাথের চূড়া
অথবা
তিন প্রহরের বিলের পদ্মফুল নির্জনতা।
পায়নি এ শরীর
গোপন পাহাড়ী ঝর্ণার বন্য সিক্ততা।
আমার শরীর বহন করে না আজো
ধানসিঁড়ির মতো কোনো কাব্যিকতা।
আমার শরীরে মিশে আছে
এই ইট শহরের অনন্ত কলুষ,
যন্ত্র আর শহরবাসীর অমানবিক চিৎকার
আর আছে আমার ঘরের অনাদি নিথরতা।


এরপরও যখন
তুমি ও তোমার পুরুষ সঙ্ঘ
ঘুরে ঘুরে আদিম প্রকৃতি
পাঠাও আমাকে সবুজের বার্তা !
পোস্টে পোস্টে ফেসবুকে যখন তুমি
নিজেই নিজেকে করো  
আরাধ্য এক ললনাময়ী লতা !
ম্যাগাজিনে যখন
ভ্রমরের মতো গুন গুন করো
তুমি ও তোমার পুরুষ সঙ্ঘের
ভ্রমণ অভিজ্ঞতা !


তখন আমার এ নিথর ও কলুষ ক্লিষ্ট শরীরে
ক্ষতের ওপর লোবানের মতো
মেখে দাও তোমার পাথুরে মনের
দুর্দান্ত ঐ সিগনেচার শিল্প - নির্মমতা।


(০৪.০৫.২০২৩)