বন্ধু তোর কাঁধে হাত রাখলেই
প্রতিটি বিকেল হয়ে পড়ে প্রাণবন্ত
গহীন রাত্রিতে দেখা পাই
সাত তারার শান্তির সাত সন্ত
প্রভাত বেলায় গুন গুনিয়ে শিশির ঝরে
আর বলে, বন্ধুত্ব সুখ অনন্ত ।


🌷🌸🌹🍀🍁🍂🍃🌺🌻🌼


তুমি ও তোমার করতলে রাখা ঐ পাখি
মাছরাঙা থেকে আরো কত রাঙা
শোভন পাখি যে তুমি।


🌷🌸🌹🍀🍁🍂🍃🌺🌻🌼


পথের উপরে তুমি ও তোমার
নাটক দলের শিল্প
নিরুপম হয়ে ওঠে জীবন তোমার
যেন রবি ঠাকুরের কোনো গল্প ।


🌷🌸🌹🍀🍁🍂🍃🌺🌻🌼


তুমি ও তোমার অদেখা কথার
শব্দ কারুকার্য ।
আমাকে এই দুর্ভাগা ভুবনে
কবি করেছিল
কখনো কখনো অনিবার্য ।


(০৮.০৫.২০২৩)*১
(২৪.০৫.২০২৩)*২এবং৩
(৩০.০৫.২০২৩)*৪


(দূরে থাকা আমার সেই মিষ্টি কবিটির জীবন দৃশ্য দেখে)